হৃদরোগ ইনস্টিটিউটে বিনামূল্যে হার্টের অপারেশন

0
88

বিনামূল্যে এক নারীর হার্টের অপারেশন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) একদল চিকিৎসক।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে এনআইসিভিডি কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদের নেতৃত্বে মুক্তা খাতুন নামে এক নারীর হার্টের ছিদ্রের অপারেশন করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন অপারেশনে সার্বিক সহায়তা করেন। আর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়।

তার স্বামী রাব্বুল ইসলাম বলেন, মুক্তার অবস্থা ভালো। তিনি হাত-পা নাড়ানোর পাশাপাশি কথাও বলতে পারছেন।

অপারেশনে নেতৃত্বদানকারী অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ জানান, মুক্তা খাতুন ঝুঁকিমুক্ত। খুব দ্রুতই তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন।

অপারেশনে আরও অংশ নেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী সহকারী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন এবং ডা. আশিকুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here