বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই বার্ষিক ভোজের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন চলতি বছর ১ ফেব্রুয়ারি বার্ষিক ভোজ আয়োজনের কার্যক্রম এগিয়ে নিয়েছে। তবে এবার এই বার্ষিক ভোজ বর্জনের ডাক দিয়েছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এডহক কমিটি।
রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের এ ভোজে অংশ না নিতে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহ আহমেদ বাদল। তিনি বলেন, অবৈধ কমিটির বার্ষিক ভোজ আয়োজনে অংশ না নিতে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের চিঠি দিয়েছি।
উল্লেখ্য, গত বছর আইনজীবী সমিতির ইফতার পার্টির দিন ভাঙচুর, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।