ভোটকক্ষের গোপনীয়তা লঙ্ঘন করে নৌকায় সিল মেরে ব্যালট পেপারের ছবি হাতে নিয়ে ফেসবুকে দিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব জিতু। গতকাল সন্ধ্যায় ফেসবুক পোস্টে জিতু লেখেন, ‘পাকশী ইউনিয়নের অন্তর্গত ৮নং ওয়ার্ডে মোট ৬৬.৬৬% ভোট কাস্টিং। ধন্যবাদ প্রিয় ওয়ার্ডবাসীকে এই সফলতা আপনাদের।’ আহসান হাবীব জিতু ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনের ভোটার। সকালে আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটগ্রহণের গোপন কক্ষ ও ব্যালটের ছবি দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মেরে তা নির্ধারিত বাক্সে ফেলার বিধান আছে। কিন্তু কেউ যদি তা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, তাহলে তিনি ভোটের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এটা অপরাধ। ভোটের গোপনীয়তা লঙ্ঘন ফৌজদারি অপরাধ।