সিআইএ-মোসাদপ্রধানের সঙ্গে যে আলোচনা হলো কাতারের প্রধানমন্ত্রীর

0
99

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে তারা আলোচনা করেছেন।
সূত্র রয়টার্সকে বলেছে, মানবিক বিরতি সমঝোতার মেয়াদ বৃদ্ধির অগ্রগতি এবং সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আরও আলোচনার সূত্রপাত করতে এই বৈঠক আয়োজন করা হয়েছিল।

সূত্র আরও বলেছে, বৈঠকে মিশরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে ফল অস্পষ্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন  কর্মকর্তা বলেছেন, সিআইএপ্রধান উইলিয়াম বার্নস দোহায় অবস্থান করছেন। তিনি জিম্মিসহ হামাস-ইসরাইল সংঘাত নিয়ে বৈঠকে অংশগ্রহণ করছেন।

বার্নস ও মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করেছেন। মূল সমঝোতা অনুযায়ী চার দিনের পর বর্ধিত দুই দিনের প্রথম দিন এই বৈঠকে বসেন তারা।

একাধিক হামাস নেতা কাতারে অবস্থান করছেন। হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতায় মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে দেশটি।

এর আগে ৯ নভেম্বর বার্নিয়া ও বার্নস কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here