সাইফের সেঞ্চুরিতে জয় জামালের, ৫ বার জীবন পেয়ে তামিমের ৬৯

0
10

সাইফ হাসানের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেলো শেখ জামাল ধানমণ্ডি ক্রিকেট ক্লাব। এরপর তামিম ইকবাল একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন। ফলে শেষ পর্যন্ত আর লক্ষ্যের কাছেও পৌঁছাতে পারেনি প্রাইম ব্যাংক। আর সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচে প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারায় শেখ জামাল। টস হেরে এদিন আগে ব্যাটিং করে ২৯২ রানের পুঁজি পায় শেখ জামাল। জবাবে ২১৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসা শেখ জামালের পয়েন্ট ৯ ম্যাচে ১৪। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক আছে ৪ নম্বরে। ওমরাহ করতে যাওয়ার কারণে এই ম্যাচে ছিলেন না শেখ জামালের অলরাউন্ডার সাকিব আল হাসান

লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংককে ম্যাচে টিকিয়ে রাখেন একা অধিনায়ক তামিম ইকবাল। ভাগ্যও এদিন তার সঙ্গে ছিল। শেখ জামালের ফিল্ডাররা তার ক্যাচ ফেলেছেন তিনবার, একবার হাতছাড়া করেন নিশ্চিত রানআউটের সুযোগ। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি তামিম। দলীয় ১৩৫ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭০ বলে ৬৯ রান। বাকিরা সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসেন। দলটির হয়ে মোহাম্মদ মিঠুন ৪২, জাকির হাসান ৩৩ রান করেন। শেখ জামালের হয়ে ৪ উইকেট নেন টিপু সুলতান। এছাড়া দুটি করে উইকেট নেন সাইফ হাসান, রবিউউল ইসলাম রবি ও তৈয়েবুর রহমান। এর আগে ব্যাটিংয়ে নেমে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়েন সৈকত আলী ও সাইফ হাসান। ৪৩ রান করে সৈকত আউট হলে ভাঙে জুটি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে আবার ৯৩ রানের জুটি গড়েন সাইফ। এর মধ্যে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। দলীয় ২১৬ রানে ফেরার আগে ১২টি চার ও ৩টি ছক্কায় ১২০ বল খেলে ১১৫ রান করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে সাইফের নবম শতক এটি। এরপর শেষদিকে জিয়াউর রহমানের ৩২ বলে ৩৯ রানের ইনিংসে ২৯২ রানে থামে শেখ জামালের ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান। এছাড়া ১টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here