আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সীমান্ত হত্যার প্রতিবাদে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই সমাবেশ হয়।
ফারুক হাসান বলেন, এই ডামি সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতার গদিতে বসে রয়েছে। এদের দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণ আসবে না। এই সরকারকে বিদায় করতে আন্দোলন চলছে। আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউই ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।
এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের এই অংশের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, আরিফ বিল্লাহ, যুবনেতা রাসেল খন্দকার, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।