সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নিন, সরকারকে গণতন্ত্র মঞ্চ

0
100

‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহ্বান জানিয়ে গণসংযোগ ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। গণসংযোগপূর্ব সমাবেশে সরকারের উদ্দেশে মঞ্চের নেতৃবৃন্দরা বলেছেন, এখনও সময় আছে সকল বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ নিন। আগামী ৭ই জানুয়ারির নির্বাচন বাতিল করে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে পুনরায় তফসিল ঘোষণা করুন।

আগেই ঠিক করা হয়েছে কারা কারা জিতবে, আর কে হবেন প্রধানমন্ত্রী। যদিও এমুহূর্তে আওয়ামী লীগ কল্পিত প্রতিযোগিতা দেখাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে মারামারি করছে। প্রলোভন দিয়ে, হুমকি দিয়ে যাদেরকে প্রার্থী করা হয়েছিল, তারাও আর ভোটের মাঠে নাই।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here