অনেকদিন ধরেই ফর্মটা ভালো যাচ্ছিলো না। জাতীয় দলে তাকে খেলানো ঠিক হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছিল। কখনও কখনও বসিয়ে রাখা হচ্ছিলো বেঞ্চে।
এবার আইপিএলে মাঠে নামার সুযোগ পান কি না তা নিয়েও ছিল সংশয়। কিন্তু যেই মাঠে নামলেন বদলে দিলেন সবকিছু। আইপিএলটা কাটছে তার অসাধারণ। তবে গতকাল ছিলেন রীতিমতো অনবদ্য। ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন। যেন ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের মোস্তাফিজ। যার বল মানবীর মনের চেয়েও রহস্যময়।
কলকাতার বিরুদ্ধে পাওয়ার প্লেতে দুই ওভার করে দেন মাত্র ১২ রান
সেরাটা অবশ্য জমিয়ে রাখলেন ইনিংসের শেষভাগের জন্য। বাকি দুই ওভারে ১০ রান খরচায় নিলেন দুই উইকেট। এমন বোলিং পারফরম্যান্সের পর সতীর্থ রবীন্দ্র জাদেজা প্রশংসায় ভাসিয়েছেন মোস্তাফিজকে। বলেন, মোস্তাফিজ এই উইকেটে ভীষণ কার্যকর। ও খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে। ও আজ অসাধারণ ছিল।’
বাঁহাতি স্পিনে জাদেজাও নজর কাড়েন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট পান তিনি।