যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি বা কোন পর্যবেক্ষক পাঠায়নি বলে জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন বেসরকারি নাগরিক নির্বাচনের সময় বাংলাদেশে ছিলেন। তারা কোন বক্তব্য দিয়ে থাকলে সেটা তাদের নিজের ব্যক্তিগত মতামত। যুক্তরাষ্ট্র সরকারের নয়।
উল্লেখ্য, এর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা- এমন খবর প্রচার করা হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কানাডার হাইকমিশন।