ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেছেন, বাংলাদেশের সাহসী জনগণ সরকারের নানামুখী ভয়ভীতি ও চাপ সত্ত্বেও একতরফা-ডামি নির্বাচনের ভোট বর্জন করেছে। এর মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে, এই জাতি কখনো অন্যায় ও সন্ত্রাসের কাছে নতি স্বীকার করে না। এছাড়া জনগণের এই ভোট বর্জনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের সামনে সরকারের নির্বাচনী তামাশাও উন্মোচিত হয়েছে।
রোববার (০৭ জানুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।
বিবৃতিতে এনডিপির শীর্ষ নেতারা বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর আহ্বানে সরকারের নীল নকশার একতরফা ভোট বর্জন করে জনগণ প্রমাণ করেছে, তারা এই সরকারকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
নেতারা আরও বলেন, এতে আরও প্রমাণিত হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। ‘একতরফা’ ভোট বর্জন করায় তারা দেশবাসীকে অভিনন্দন জানান।