ভোট বর্জনের আহ্বান বিজয়নগরে রাকিবের নেতৃত্বে ছাত্রদলের গণসংযোগ

0
91

বিএনপির ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে ছাত্রদলের পক্ষ থেকে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এই প্রতিবাদী র‌্যালি হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহীম কার্দী, শাহাদাত হোসেন মানিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সুলতানা আক্তার মিম, আরিফুল ইসলাম, সহ নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, মাহমুদ ভূঁইয়া, শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আবির, আহমদ উল্লাহ, আব্দুর রহিম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শফিকুল ইসলাম ভূইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. টগর প্রধান, মো. রাসেল, হাম্মাদুর রহমান, জুয়েল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরে সংগঠনটির জেলা, শহর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে প্রতিবাদী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল রানা খান।

বিজয়নগরে রাকিবের নেতৃত্বে ছাত্রদলের গণসংযোগ

এ সময় আরও উপস্থিত ছিলেন-জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক; জেলা ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, হিরা, রকি, সাইদুর, শাওন, ডোনা, রাজন, লেলিন, রায়হান, ইমরান; যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান রবিন, মাহমুদুল হাসান মানিক, রফিক, বাবু, পরজাল রাজু, রিপন, লিমন, শুভ, মিশু, রাব্বী; দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরমান; ছাত্রবিষয়ক সম্পাদক রমজান আলী; মেলান্দহ সরকারি কলেজ শাখার আহবায়ক মো. মেহেদী হাসান মিশু, সদস্য সচিব মো. রুবেল প্রমুখ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here