ভোটারদের কেন্দ্রে আনা পুলিশের কাজ না : ভিপি নুর

0
89

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ডিএমপির কর্মকর্তারা গতকাল (সোমবার) কাউন্সিলদের সাথে মিটিং করেছেন, কীভাবে ভোটারদের কেন্দ্রে আনা যায়। ভোটারদের ভোটকেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না। পুলিশ-প্রশাসন ভোটারদের কেন্দ্রে আনতে চাপ প্রয়োগ করতে পারে না।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টন মোড়ে গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত পথসভা করে দলটি। পথসভা শেষে পুরানা পল্টন, দৈনিক বাংলা এলাকায় অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

নুরুল হক নুর বলেন, আমাদের পরিষ্কার কথা- আমরাও নির্বাচন চাই ,ভোট দিতে চাই। তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে- যেভাবে ’৯১, ‘৯৬, ২০০১ ও ২০০৮-এ নির্বাচন হয়েছে। আমাদের যে আন্দোলন চলছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। দেশ বাঁচাতে এই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এসেছে- ওয়ারী জোনের ডিবির ডিসি একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন করে তার স্ত্রীকে তুলে নিয়ে সাড়ে তিন কোটি টাকার চেক লিখিয়ে নিয়েছে। এভাবে কতিপয় অসৎ পুলিশ কর্মকর্তা বিরোধী নেতা-কর্মী, ব্যবসায়ীদের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে, রিমান্ডে নিয়ে টাকা আদায় করছে। টাকা না পেয়ে অত্যাচার-নির্যাতন করছে, নখ তুলে ফেলছে , বিদ্যুৎ শক দিচ্ছে- যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

নুর বলেন, ভিন্নমতের রাজনীতির কারণে অনেককে গ্রেপ্তার করে রেললাইন কাটা, নাশকতার মামলায় ফাঁসানো হয়েছে- জনগণ এগুলো বুঝে। পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থা জনগণের প্রতিষ্ঠান। জনগণ কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে? পুলিশসহ সকলকে বলবো, দেশ বাঁচাতে আপনারা জনগণের পাশে দাঁড়ান।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, নির্বাচন কমিশন কালো আইন করে সভা-সমাবেশ বন্ধ করতে পারেনি। জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি। সংবিধান মোতাবেক আমাদের ভোট বর্জনের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। জনগণকে বলবো- রাজপথে নামুন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলটির উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here