ভোটগ্রহণ নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

0
84

দেশের সকল মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেছেন, আজকে সেই একতরফা নির্বাচন। কিন্তু ভোটকেন্দ্রে কোনো ভোটার তো দূরের কথা, সাধারণ মানুষও যায়নি। অথচ একতরফা নির্বাচনেও সরকার গতকাল গভীর রাতে তাহাজ্জুদের সময় ব্যালট বাক্স ভরে ফেলেছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে হরতাল সফলে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এসব কথা বলেন। ঢাকার কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে এয়ারপোর্ট অভিমুখে সড়কে মিছিল ও পিকেটিং করেন নেতাকর্মীরা। এ সময় তারা ‘অবৈধ নির্বাচন, বয়কট বয়কট’, ‘এই মুহুর্তে দরকার, খালেদা জিয়ার সরকার’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগের একদফা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত শনিবার ভোর থেকে আগামীকাল সোমবার ভোর পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও বিভিন্ন সমমনা দল এবং জোট।

বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি তারেক উজ জামান, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এম আর গণি, মহিলা দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ফারজানা ইয়াসমিন লিপি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, নাসরিন রহমান পপি, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদেক মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, ছাত্রদলের সাবেক সহ ধর্ম সম্পাদক জিল্লুর রহমান কাজল, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা, সীমা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, মাদ্রাসা ই আলিয়ার মো. ছানাউল্লাহ, নাসির মিজি, হোসাইন, ফজলে রাব্বি, তিতুমীর কলেজ ছাত্রদলের আব্দুল হামিদ, স্বাধীন, প্যাব দপ্তর সম্পাদক হাসান, ঢাকা জেলা বিএনপি নেত্রী তানিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সায়রা চন্দ্রা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মিরাজ হোসেন, ডা. জিসান, আশরাফুল আসাদ, ফরহাদ, আসাদুজ্জামান ফয়সাল, রাকিব, সবুজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের জুয়েল রানা, মৎস্যজীবী দলের ওমর ফারুক পাটোয়ারী, ফজলে কাদের সোহেল, মো. শাহ আলম, কেএম সোহেল রানা, মো. বাকিবিল্লা, আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম চৌধুরী, হাজী আবু বক্কর সিদ্দিক, এইচএম আবু সাঈদ, আনোয়ার হোসেন রিপন, তাঁতী দলের হান্নান খান, আলম, হায়দার, কামাল, জহির, রুবেল, সাইফুল, শাহীন, নয়ন, জসিম, যুগ্ম আহ্বায়ক রিপন, ইব্রাহিমসহ শতাধিক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here