ভারতের নির্বাচনী রাজনীতিতে পাকিস্তানকে জড়িত করা থেকে বিরত থাকতে ভারতীয় রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে, জাতীয়তাবাদের পক্ষে জোয়ার আনতে পাকিস্তানবিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি করছেন এসব রাজনীতিবিদ। এর উদ্দেশ্য নির্বাচনে সুবিধা পাওয়ার কৌশল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে ভারতীয় নেতাদের বাগাড়ম্বরতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছে পাকিস্তান। বিহারের মুজাফপরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ মন্তব্যের জবাবে এই বিবৃতি দিয়েছে পাকিস্তান। এ ছাড়াও মোদির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ। তারা কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনবেন। নির্বাচনী প্রচারণার সময় ভারতীয় নেতাদের এমন পাকিস্তানবিরোধী বক্তব্যকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উগ্রপন্থি মানসিকতার ইঙ্গিত বলে মন্তব্য করেছে। বলা হয়েছে, এতে পাকিস্তান নিয়ে অসুস্থ এবং গভীর অন্তর্নিহিত হতাশা প্রকাশ পেয়েছে।
পাকিস্তানের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, পাকিস্তান ভূখণ্ডে ভারতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্প্রতি প্রকাশ করে দিয়েছে পাকিস্তান। এতে বলা হয়, বার বার পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃত আগ্রাসন এটাই বুঝিয়ে দেয় যে, তারা পরোক্ষভাবে তা স্বীকার করে নিয়েছে।