বিশ্বকাপে বড় দলগুলোর জন্য হুমকি হতে পারে বাংলাদেশ: অস্ট্রেলিয়া অধিনায়ক

0
26

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গত মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পুরো সিরিজেই স্বাগতিকদের ওপর দাপট দেখায় তারা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অ্যালিসা হিলির দল। ৬ ম্যাচের চারটিতে বাংলাদেশ ১০০ রানের গণ্ডি পার করতে পারেনি। তবে এরপরও হিলির মতে তারা টাইগ্রেসের বিপক্ষে চাপে ছিলেন। আসন্ন বিশ্বকাপে বড় দলগুলোর জন্য বাংলাদেশ হুমকি হতে পারে বলে মত অস্ট্রেলিয়া অধিনায়কের। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচেই সহজ জয় পায় অস্ট্রেলিয়া। কোনো ম্যাচেই ন্যুনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে এক পর্যায়ে ৪৮ রানেই ৪ উইকেট হারায় অজিরা। এরপর টি-টোয়েন্টিতে শেষ ম্যাচে ৯৮ রানে হারায় ৫ উইকেট

যদিও শেষ পর্যন্ত দুই ম্যাচেই বড় সংগ্রহ গড়ে তারা। হিলির মতে, হোম কন্ডিশন কাজে লাগিয়ে আসন্ন বিশ্বকাপে বাকি দলগুলোর জন্য হুমকি হতে পারে বাংলাদেশ। সিরিজ শেষে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ে তারা বোলিংয়ে আমাদের ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

বিশ্বকাপে তারা সত্যিকারের হুমকি হতে পারে। হোম কন্ডিশন বড় সুবিধা। তারা বড় দলগুলোর বিপক্ষে সত্যিকারের ভয়ঙ্কর হতে পারে।’ চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশেই বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এ কারণে আগে থেকেই এই সফরকে বাড়তি গুরুত্ব দেয় অজিরা। অধিনায়ক হিলি বললেন, বাংলাদেশ যতটুক অভিজ্ঞতা নেওয়ার দরকার সবটুকুই নিয়েছেন তারা। তিনি বলেন, ‘স্কোয়াডের প্রত্যেকে কিছু না কিছু বাড়িতে নিয়ে যাচ্ছে। যেটা নিয়ে তারা কাজ করতে পারে যখন আমরা সেপ্টেম্বরে এখানে ফিরে আসব। তাই এটি (সফর) আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ফল আমাদের পক্ষে এসেছে কিন্তু বড় পরিসরে চিন্তা করলে সেপ্টেম্বর-অক্টোবরের জন্য নিজেদের তৈরি করছি তাতে আমার মনে হয় এই সিরিজ থেকে সম্ভাব্য সবকিছুই (অভিজ্ঞতা) পেয়েছি। এবারের সফরে অস্ট্রেলিয়ার জন্য বড় প্রতিপক্ষ ছিল গরম।

আসন্ন বিশ্বকাপের সময় এটা আরও বাড়তে পারে। ফলে এটাও বিবেচনায় রাখছেন হিলি। এবার স্লো উইকেটে খেলা হলেও বিশ্বকাপে ভালো উইকেট আশা করেন তিনি। তিনি বলেন, ‘আমরা শুনেছি এটা (গরম) সেপ্টেম্বরে (বিশ্বকাপের সময়) আরও খারাপ হবে। ফলে আমাদের অপেক্ষা করতে এবং দেখতে হবে কী হতে পারে। আইসিসি টুর্নামেন্টে উইকেট ভালো থাকে আসর জুড়েই।’ আপাতত বিশ্রামে থাকবে অস্ট্রেলিয়া দল। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবে তারা। এই সময়টাকে নিজেদের রিফ্রেশ করার জন্য আদর্শ সময় বলেছেন হিলি। তিনি বলেন, ‘আমরা এখন বিরতি পেয়েছি। আমাদের দল এখন বাড়িতে ফিরে অবসর সময় কাটাবে। নিজেদের রিফ্রেশ করার জন্য। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে বাংলাদেশের আতিথেতায় মুগ্ধ হন হিলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পুরো দল নিয়ে গনভবনেও যান তিনি। সেখানে তাদের বিশেষ উপহার দেন প্রধানমন্ত্রী। এর আগে টাইগ্রেস অধিনায়ক জ্যোতির কাছ থেকে পান বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি। সঙ্গে লাল-সবুজ চুড়ি। দুজনই চুড়ি পড়ে শব্দ করে খুনসুটিতে মেতে ওঠেন। চেকে দেখেন রসগোল্লা। হিলি বলেন, ‘এই সিরিজে মাঠের বাইরে অনেক কিছু জেনেছি ও শিখেছি আমরা। বিশেষত, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হলাম, শাড়ি উপহার পেলাম, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। সবমিলিয়ে আমরা এই দেশ থেকে নতুন অভিজ্ঞতা এবং দেশ সম্পর্কে ভালো শিক্ষা নিয়ে যাচ্ছি। বাংলাদেশের আতিথ্যে আমরা মুগ্ধ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here