কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির নায়াপাড়া এলাকায় চলাচলের রাস্তার কাজে কথা কাটাকাটির জেরে আব্দুস সালাম প্রকাশ (৬৫) নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মো. হোছনের ছেলে।
এ ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে পরস্পর আত্মীয়দের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলছিল। কিন্তু তা সমাধান করতে স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শনিবার বিচার সালিশে বসেন। এ সময় প্রতিপক্ষরা স্থানীয় বিচার চলাকালে বিচারকের সামনে আব্দুস সালামকে ইট নিক্ষেপ করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিচারে উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সালামের ভাইয়ের দাবি, যারা বিচার চলাকালীন আমার ভাইকে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।