নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ২২ জনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় ঘোষণা করেন।
রবিউল আলম ছাড়াও দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আব্দুল আজিজ, সাবের হোসেন, কালাম, ফছেৎ, আশরাফ আলী, অস্ত্রধারী হান্নান ওরফে হান্নান খান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের মানিক, আবু কাওসার ভূঁইয়া, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুক, মজিবুর রহমান মজু, আনিসুর রহমান শিবলু, ইয়াসিন ওরফে বোমারু ইয়াসিন।
আসামিদের এক ধারায় আড়াই বছর এবং আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রবিউল ইসলাম রবিসহ ৯ জন কারাগারে আছেন। অপর ১৩ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১৮ সালের জুলাই মাসে নাশকতার অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করা হয়।