মাইদুর রহমান হিমি’র রচনা ও পরিচালনায় নাটক ‘হাজব্যান্ড অব দ্য ইয়ার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা ও আরও অনেকে। নাটকে দেখা যাবে সবুজ ও তিশা স্বামী-স্ত্রী। সবুজ সিঙ্গাপুর প্রবাসী। তার স্ত্রী তিশা গ্রামের মেয়ে। সে স্বামীর সঙ্গে সিঙ্গাপুর ঘুরতে আসে। কিন্তু এখানে আসার আগে তিশার ধারণা ছিল এখানে অন্যদের মতো তার স্বামীও বিশাল বাড়ি ও গাড়ির মালিক। এতদিন সবুজ নিজেকে নিয়ে এমনটিই বলে আসছিল। শুরু হয় সিঙ্গাপুরে সবুজ ও তিশার নতুন জীবন। তবে এখানে দেখা দেয় নতুন এক ঝামেলা। মুশফিকমাইদুর রহমান হিমি’র রচনা ও পরিচালনায় নাটক ‘হাজব্যান্ড অব দ্য ইয়ার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা ও আরও অনেকে। নাটকে দেখা যাবে সবুজ ও তিশা স্বামী-স্ত্রী। সবুজ সিঙ্গাপুর প্রবাসী। তার স্ত্রী তিশা গ্রামের মেয়ে। সে স্বামীর সঙ্গে সিঙ্গাপুর ঘুরতে আসে। কিন্তু এখানে আসার আগে তিশার ধারণা ছিল এখানে অন্যদের মতো তার স্বামীও বিশাল বাড়ি ও গাড়ির মালিক। এতদিন সবুজ নিজেকে নিয়ে এমনটিই বলে আসছিল। শুরু হয় সিঙ্গাপুরে সবুজ ও তিশার নতুন জীবন। তবে এখানে দেখা দেয় নতুন এক ঝামেলা।
তিশার প্রতিদিনের বায়নার যেন শেষ নেই সবুজের কাছে। একদিন সবুজ তার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তিশাও ঘুরতে বের হয় সিঙ্গাপুর। এদিকে সবুজ ও তার বন্ধু বদরুল তাদের রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে কাস্টমারদের ডাকতে থাকে তাদের রেস্তরাঁতে আসার জন্য। এমন সময় তিশাকে কাস্টমার মনে করে বদরুল নিয়ে এসে সবুজকে ডাক দেয়, সবুজ তো দেখে অবাক। কারণ এটা তার বউ তিশা। শুরু হয় দাম্পত্য জীবনে অশান্তি। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।