ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণার সময় সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুজনের হাত ভেঙেছে এবং ১২ জন আহত হয়েছেন।
দুপুরের এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে সেন্ট্রাল রোডে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন ফেরদৌস। তার পাশে কে থাকবে এ নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ফেরদৌসের সামনেই সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। এতে ১২ জন আহত হন। তাদের মধ্যে দুজনের হাত ভেঙে গেছে।
আহতরা হলেন- রফিকুল ইসলাম, সোহেল খান, জলিল, অনিন্দ্র চৌধুরী, উজ্জ্বল হোসেন, শিশির, মোশাররফ, সোহেল, মাহি, জনি, তুষার ও ইব্রাহিম।
নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ফেরদৌসের গণসংযোগের সময় মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কেন, কী কারণে কারা মারাামারি করেছে তা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে।