সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
বুধবার (৬ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে মোট ৫টি স্থানে পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার শহিদবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা, ফকিরাপুল মোড়, সেগুনবাগিচা, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক, সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে মিছিল হয়েছে।
মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, সম্পাদক আলাউদ্দিন, সদস্য রফিক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগরীর সাবেক সহসাধারণ সম্পাদক লিন্টু মুন্সী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।