পহেলা বৈশাখে বিশেষ ‘পাঁচফোড়ন’

0
25

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’। নতুন বছরের প্রথম দিনকে ঘিরে নানা ধরনের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই। বিশেষত বৈশাখী মেলার আয়োজন জনজীবনকে রাঙায় নানানভাবে। আমাদের বৈশাখী মেলায় পাওয়া যায় কারুপণ্য, কৃষিজাত দ্রব্য, লোকশিল্প জাত জিনিস, বাদ্যযন্ত্র, কুটিরশিল্প সামগ্রী, খেলনা, নারীদের সজ্জাসামগ্রী, চিঁড়া, মুড়ি, খই, বাতাসাসহ নানা কিছু। মেলায় যারা এসব সরবরাহ করেন তাদের ক’জনের গল্প নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে বৈশাখী মেলার বিভিন্ন পণ্যসামগ্রীর যোগানদাতা স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সারিকা সাবরিন এবং প্রতিবেশী বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন। পাঁচফোড়নে গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সংগীতশিল্পী শফি মণ্ডল। ‘নবীনের ডাক এসো’ শিরোনামে আর একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।

গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। জনপ্রিয় সংগীত শিল্পী পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের গানে। গানটির কথা লিখেছেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু। দুটি গানেরই সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।  বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক এবং আমাদের হাজার বছরের ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র নিয়ে এবারের পাঁচফোড়নে রয়েছে দু’টি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ই এপ্রিল রোববার রাত ১০:৩০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিক্‌স লিমিটেডের সৌজন্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here