নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না : বাম ঐক্য

0
100

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়ে আবারও একতরফা তামাশার ডামি নির্বাচনের আয়োজন করছে। মানুষ ইতোমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এ কারণে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জনগণ এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা মানে না। সুতরাং নিষেধাজ্ঞা দিয়ে আন্দোলন দমানো যাবে না, প্রহসনের নির্বাচনী বৈতরণীও পার হওয়া যাবে না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা।

এর আগে বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল সমর্থনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে পুনরায় মেহরবা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান।

নেতৃবৃন্দ বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। তাই সরকারকে বলব, এখনও সময় আছে। অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে আন্দোলনরত দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here