নির্বাচন প্রতিহত করার আহ্বান গণঅধিকার পরিষদের

0
128

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেছেন, নির্বাচন কমিশন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও একপাক্ষিক ও অংশগ্রহণবিহীন জাতীয় নির্বাচন ঘোষণা করেছে। ফেলানী হত্যার যুগপূর্তির দিনে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে তা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও, রক্ষা করো গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলা হয়েছে।

দলটির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, এন ডি এম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ আবদুর রহীম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, ফার্মাসিস্ট মোজাম্মেল মিয়াজী, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসির মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহ্বান করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here