নির্বাচনের পর বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানো প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

0
111

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মন্তব্য। ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচনে জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হয়, তাহলে আরব বসন্তের মতো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে ম্যাথিউ মিলার তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই। ম্যাথিউ মিলারের কাছে এর আগে ঢাকায় মঙ্গলবার ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট এ ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। ফলে কোনো মন্তব্য করতে পারবো না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here