নিউজিল্যান্ডে ‘ঐতিহাসিক’ জয় বাংলাদেশের

0
95

লড়াইটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর, একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোজেও ছিল বাংলাদেশ। দুটি লক্ষ্যেই সফল টাইগাররা, সিরিজের শেশ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টানা ১৮ হারের পর কিউইদের মাটিতে ওয়ানডেতে এবারই প্রথম জয় পেলো বাংলাদেশ। ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয় পায় টাইগাররা। অধিনায়ক শান্ত অপরাজিত থাকেন ৪২ বলে ৫১ রানে।

জয়ের কাছে গিয়ে ফিরলেন বিজয়

জয় থেকে ১৫ রান দূরত্বে ফিরে গেলেন এনামুল হক বিজয়। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৭ রান।

জয়ের পথে বাংলাদেশ

নিউজিল্যান্ডের দেওয়া ৯৯ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে চোখের সমস্যায় মাঠ ছাড়েন সৌম্য সরকার। এরপর এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন। ৯.৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান, জয়ের জন্য প্রয়োজন ৪৬ রান।

চোখের সমস্যায় মাঠ ছাড়লেন সৌম্য

চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না বলে ইঙ্গিত করলেন। পানি দিলেন, ফিজিও এসে চোখে ড্রপও দিলেন। কিন্তু শেষ পর্যন্ত সমস্যা এড়ানো গেলো না, মাঠ ছেড়ে যেতে হলো সৌম্য সরকারকে।

বিজ্ঞাপন
৫.৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান।
৯৮ রানেই শেষ নিউজিল্যান্ড

সাকিব, শরিফুল, সৌম্যের ৩টি ৯ আর মোস্তাফিজের ১, ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড। শুরুতেই ৬ উইকেট ভাগাভাগি করে নিলেন সাকিব ও শরিফুল। এরপর টানা ৩ উইকেট নিলেন সৌম্য আর শেষে ১ উইকেট নিয়ে কাজ সমাপ্তি ঘটালেন মোস্তাফিজুর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর। কিউইদের মাটিতে প্রথম জয় পেতে ৯৯ রান করতে হবে বাংলাদেশকে।

আবারও সৌম্য, এবার ফিরলেন মিলনে

আগের উইকেটটা নিয়েছিলেন বল ভিতরে ঢুকিয়ে, এবার সোজা ডেলিভারিতে অ্যাডাম মিলনের উইকেট উপড়ে ফেললেন সৌম্য।

এবার দৃশ্যপটে সৌম্য, সপ্তম উইকেট হারালো নিউজিল্যান্ড

সৌম্যের ক্রিজে পড়ে ভেতরের দিকে ঢোকা বলে ক্লার্কসনের উইকেট ভেঙে দিলো। যেন কিছুই বুঝতে উঠতে পারেননি তিনি। ৮৫ রানে ৭ উইকেট হারালো নিউজিল্যান্ড।

দ্বিতীয় স্পেলে ফিরেই তৃতীয় শিকার সাকিবের

তানজিম হাসান সাকিবের লেন্থ বলকে ড্রাইভ করতে গিয়েছিলেন টম ব্লান্ডেল, টাইমিং না হওয়ার ধরা পড়েছেন মেহেদী হাসান মিরাজের হাতে। ৭০ রানে নেই নিউজিল্যান্ডের ৬ ব্যাটার।

উড়ছেন শরিফুল, বিপর্যয়ে নিউজিল্যান্ড

টানা তিন ওভারেই উইকেটের দেখা পেলেন শরিফুল। এবার তার শিকার হয়ে ফিরলেন মার্ক চাপম্যান। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড।

শরিফুলের জোড়া আঘাতে বিপাকে নিউজিল্যান্ড

২২ রানে ২ উইকেট হারানোর পর টম ল্যাথামকে নিয়ে প্রতিরোধ গড়েন উইল ইয়ং। তবে তাদের জুটি বেশি বড় হতে দেননি শরিফুল ইসলাম। ৩ রানের ব্যবধানে দুইজনকেই ফিরিয়ে দেন তিনি। বাইরে থেকে শরিফুলের ভেতরের দিকে ঢোকা বল ভেঙে দিয়েছে ল্যাথামের অফ স্টাম্প। এক ওভার পর তার শিকার হয়ে ফেরেন ইয়ংও। ল্যাথাম করেন ২১ আর ইয়ংয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। ৬১ রানে নিউজিল্যান্ড হারিয়েছে ৪ উইকেট।

পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ২৭/২

প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে দারুণ শুরু করেছেন বাংলাদেশের বোলাররা। ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে পেরেছে কিউইরা।

আবার সাকিবের শিকার, দুর্দান্ত শুরু বাংলাদেশের

সাকিব যেন ক্রমশ দুর্বোধ্য হয়ে উঠছেন নিউজিল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে। রাচিনকে ফেরানোর পরের ওভার মেডেন, এরপরের ওভারেই হেনরি নিকোলসকেও ফিরিয়ে দিলেন তিনি। ক্রস সিমের বল অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারতে গিয়ে মিডউইকেটে শান্তর ক্যাচ হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১২ বলে ১ রান করেন তিনি।

শুরুতেই রাচিনকে ফিরিয়ে দিলেন সাকিব

টানা স্টাম্প লাইনে করে কখনও বাইরে দিকে নিয়ে ব্যাটারের মনে সংশয় তৈরি করেন সাকিব। সেই ফাঁদে পা দিলেন রাচিন রবীন্দ্র, মিডল ও অফ স্টাম্প লাইনের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। উইকেটের পেছনে করেছেন মুশফিকুর রহিমের ক্যাচ হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ৮ রান।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মোস্তাফিজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচে হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের জন্য এটি স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে তারা। তবুও এই ম্যাচে তারা পূর্নশক্তির একাদশ নিয়েই মাঠে নামছে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।

স্বাগত সবাইকে

হোয়াইটওয়াশ এড়াতে কিছুক্ষণের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। নেপিয়ারে হওয়া এই ম্যাচের মানবজমিন লাইভ আপডেটে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here