নাশকতার মামলায় আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

0
100

নীলফামারীতে নাশকতার মামলায় এক আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন— সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য মো. জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক  মো. মাহবুব আলম, পৌর যুবদলের সদস্য আবিদ হোসেন লাড্ডান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে পরের দিন (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির একটি বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে অসংখ্য লাঠিসোঁটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় ২৯ অক্টোবর সৈয়দপুর থানার পুলিশের উপপরিদর্শক মো. মারুফুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জজ আদালতের আইনজীবী ওবায়দুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নামীয় আসামিদের ১০ জন উচ্চ আদালত থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বুধবার জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বলেন, উচ্চ আদালতের জামিন শেষে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ন্যায়বিচারের স্বার্থে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here