আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি করবে জাতীয়তাবাদী মহিলা দল। কেন্দ্রীয়ভাবে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালিটি অনুষ্ঠিত হবে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কালবেলাকে বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা রাজনীতিতে বর্ণাঢ্য র্যালি করব। বিষয়টি ইতোমধ্যে আমরা পুলিশকে অবহিত করেছি।
মহিলা দল থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে সংগঠনের দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।