দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দির মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা বিক্ষোভ মিছিল করবে এই জোট।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে ১২ দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কলঙ্ক মুছতে হলে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নেই। দেশবাসী মনে করে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে দেশে নিত্যপণ্যসহ অর্থনীতির মুক্তি মিলবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন-জীবিকা আরো দুর্বিষহ হয়ে পড়বে। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এর আগে আজ সকালে একদফা দাবিতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।
আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।