দেশের টাকা বিদেশে পাচার ও বৃটেনে সাইফুজ্জামান চৌধুরীর ৩০ হাজার কোটি টাকার সম্পদের আন্তর্জাতিক তদন্ত দাবী

0
16

ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে বর্তমান ফ্যাসিবাদি শাসক গোষ্ঠির লুটপাট ও দেশের টাকা বিদেশে পাচার এবং লন্ডনে সাবেক প্রতিন্ত্রীর ৩০ হাজার কোটি টাকার সম্পদের তদন্তের দাবী জানিয়েছেন বক্তারা।
গত ১৩ মে’২৪ সোমবার লন্ডনের ফরেইন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বৃটেনের প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিবরণ ও নির্বাচন কমিশনে দেওয়া হলফনামাটি সংযুক্ত করে দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের কষ্টে অর্জিত রেমিটেন্স পাঠানো হয় দেশের উন্নয়নের জন্য। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদি সরকার ও শাসক গোষ্ঠি রাষ্ট্রীয় তহবিল লুটপাট করছে। ব্যাংক গুলো ইতোমধ্যেই ফতুর করা হয়েছে। শেয়ারবাজার লুট করা হয়েছে। এখন প্রবাসীদের পাঠানো র‌্যামিটেন্স লুটেরারা বিদেশে পাচার করছে।
সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে থাকা সম্পদের বিবরণ উল্লেখ করে বক্তারা প্রশ্ন রেখে বলেন, নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী দেশের বাইরে তাঁর কোন সম্পদ নেই। তাহলে লন্ডনে থাকা তার ৩০ হাজার টাকার সম্পদ কোথা থেকে এসেছে? সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে থাকা সম্পদের উৎস তদন্তের জন্য বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বৃটেন গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী একটি দেশ। অবশ্যই এই টাকার উৎস তদন্ত হতে হবে এবং বৃটিশ সরকারের উচিত সঠিক তদন্ত করে বিষয়টি পরিস্কার করা। বাংলাদেশের জনগণের টাকা ও দেশের সম্পদ দেশের মানুষকে ফিরিয়ে দেওয়া বৃটেন সরকারের দায়িত্ব।
সংগঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।

এফআরআইয়ের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর, সিরাজুম মনির, রেজাউল করিম খান ও শিমুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠন রাইট্স কনসার্নের সভাপতি শফিক খান, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি আহমদ আলি, আমিনুল ইসলাম মুকুল, আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকশানা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদিকা মোছাঃ নাজমুন নেছা দ্বীনা, সাদেক কেয়ার ক্লাবের চেয়ারম্যান সাদেক আহমদ, ওলামা দলের সভাপতি মাওলানা শামিম আহমেদ, ইউকে বিএনপির সহ প্রচার সম্পাদক ডঃ মোঃ মঈনুল ইসলাম ও রাইটস কনসার্ন ইউকের সভাপতি শফিক খান।বক্তব্য রাখেন, জাসটিস ফর ভিক্টিমস এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, এফআরআইয়ের সহসভাপতি আবুল মনসুর, ফাইট ফর রাইটস ইন্টারন্যশনাল এর সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মোঃ কামরুল হাসান রাকিব , শেরওয়ান আলী, মোহাম্মদ ইকবাল হোসেন ,সহ সাংগঠনিক সম্পাদক এম এম ইয়াজদিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, অনলাইন বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া সুজা, সহ অফিস সম্পাদক তোফায়েল আহমদ, নির্বাহী সম্পাদক তজমুল আলী ,নিজাম উদ্দিন ,মাজেদ আহমদ উজজল, কাউছার আহমদ চৌধুরী, মোঃ মহসিন মিয়া ও মোঃ আব্দুল আহাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুল ইসলাম লিটন বলেন, আমরা কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিশ্বের সকল দেশের সরকার প্রধান এবং ইউকের ফরেইন মিনিস্টার ডেভিড ক্যামেরনকে জানাতে চাই, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।
প্রধান বক্তা অলিউল্লাহ নোমান বলেন, দেশের জনগণের টাকা লুটপাট করে সরকারদলীয় লোকেরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছে। একজন প্রতিমন্ত্রীর লন্ডনের মত জায়গায় ৩৫০ বাড়ি কিভাবে হয় সাধারণ মানুষ তা সরকারের কাছে জানতে চায়! পুলিশের সাবেক আইজি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে কুক্ষিগত করে রিসোর্ট গড়ে তুলে।আমরা সকল লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করছি আজকের সমাবেশ থেকে।
সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, সাবেক ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্যে যে বাড়ি কিনেছে তা জনগণের টাকা হরণের মাধ্যমে করেছে। কিন্তু নির্বাচনী হলফ নামায় বলছে তার কোন সম্পত্তি নাই। আমরা ফরেন মিনিস্ট্রির কাছে বিদেশে পাচারকৃত সম্পদের আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক বালাগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তহুর আহমদ, মদন-মোহন কলেজের সাবেক শিবির সভাপতি নাসিম হোসাইন,যুবদল নেতা মোঃ হাসনাত আল হাবিব, মোঃ আমিনুল ইসলাম, রানু মিয়া সাবেক ছাত্রদল নেতা সিলেট মহানগর, এম এম বড়লেখা ডিগ্রি কলেজের সাবেক শিবির সভাপতি তারেক আহমেদ কামরুল ইসলাম, মোক্তাদির আহমদ, মোঃ মুজাক্কির আলী, জিল্লুর রহমান সাইমুন, আব্দুল হামিদ তাজুল, জাওয়াদ আহমদ, অলিদ আহমদ খান, খোরশেদ আলম, তারেক ইবনে জালাল, সরিফা বেগম, ইকুয়াল রাইটস এর ক্যাম্পেইন বিষয়ক সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম তারেক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here