সোমবার গুলশানে নিজের বাসায় দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, তামিম দুই-তিন দিন আগে থেকেই বলছিল যে, ও আসবে। সবশেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, তখন ও বলেছিল যে, ‘আপনি অনেক কিছু জানেন না, আপনাকে বলতে চাই।’ আজকে যে সে সব বলে গেছে, তা নয়। কারণ সময় খুব কম।
বিসিবি সভাপতি আরও বলেন, এই জিনিসটাই বলছি, একেকজন একেকটা কথা বলবে। ওটা শুনে সিদ্ধান্ত নেব, তার মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকেব। আগে যেমন আমি সব জানতাম, এখন জানি না। এটা তামিমও স্বীকার করল, ‘যে হ্যাঁ, আপনি জানেন না।’ আমি বলেছি যে, ‘খালি তোমার সঙ্গে কথা বলে তো না, আমি সবার সঙ্গে কথা বলে গভীরে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেব।’ কে পছন্দ না করল, তাতে কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেব।