ডিবি পরিচয়ে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

0
97

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অবরোধের শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতিকালে ডিবি পুলিশ হামলা চালিয়ে আনন্দবাজার এলাকা থেকে শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন, হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

তিনি বলেন, এ ছাড়াও সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি ওয়ালীউল্লাহ টিটু, যুগ্ম সম্পাদক সোহাগ সিকদার, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন রানা, মেহেদী হাসান ইছা, রেজাউল খান, কদমতলী থানা ছাত্রদল নেতা জাহিদ আহমেদ লুবান, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বাবুসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here