ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : জেএসডি

0
79

একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ পাঁচ বছর এবং আবারও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর কালভার্ট রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সরকারের ৩টি সাফল্য ইতিহাসে উজ্জ্বল স্বাক্ষর হয়ে থাকবে। সেগুলো হলো- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন, ‘রাতের ভোটের’ নির্বাচন এবং ‘ডামি’ নির্বাচন। আসন্ন ডামি নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়তে পারে।

সমাবেশে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হবে না।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোশারফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এম এ আউয়াল, মোহাম্মদ মোশতাক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here