টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

0
31

বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
সংঘাত চলতে থাকা মিয়ানমারে কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল মর্টারশেলের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। এতে করে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ সকাল থেকে আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here