টেকনাফে গুলিবিদ্ধ এক নারীসহ পাঁচ রোহিঙ্গার অনুপ্রবেশ

0
42

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের ঘটনার জেরে টেকনাফ শাহপরীরদ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ এক নারীসহ ৫ জন রোহিঙ্গা। শনিবার বিকেল ৫টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় করে নাফনদী পার হয়ে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন।

এ ব্যাপারে টেকনাফ শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটিঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসেন। তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ড (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাহপরীরদ্বীপ জেটি ঘাটে এক মাছ শিকারী মো. ইউসুফ বলেন, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশের এপারে আসেন। সেখানে গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা ছিল। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ওই ওয়ার্ড মেম্বার আবদুস সালাম জানান, সকালে ওই নৌকা এবং রোহিঙ্গাদের আর দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here