আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আজ (রবিবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মানববন্ধন শেষে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ দলটির।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান প্রমুখ।
অন্যদিকে সকালে রাজধানীর কাওরানবাজার ওয়াসা ভবনের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন করে। উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা।