জনগণ সার্কাসের নির্বাচনে অংশ নেবে না : ভিপি নুর

0
110

৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে সরকার একটা নির্বাচন নির্বাচন খেলার আয়োজন করেছে- যেখানে পক্ষ দল, বিপক্ষ দল, খেলোয়াড়, অ্যাম্পায়ার সবই তারা। এটাকে নির্বাচন বলে না, এটাকে সার্কাস বলে। জনগণ এই সার্কাসের নির্বাচনে অংশ নেবে না।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, আমরা যখন একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক সে সময়ে বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা তো তখন এক প্রকার কোণঠাসা, তারা আত্মসমর্পণ করবে। ঠিক সে সময়টাতে কারা জাতিকে মেধাশূন্য করার এই নীলনকশা করলো? এগুলো নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার। স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মুক্তিযুদ্ধের একটা নির্মোহ ইতিহাস তুলে ধরতে পারিনি। শহীদের সঠিক তালিকা করতে পারিনি, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারনি। রাজনৈতিক পট পরিবর্তন, সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসও বদলেছে। এটা দুঃখজনক।

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিন্নমতের রাজনীতি করার কারণে মানুষকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করছে, ক্রসফায়ারে হত্যা করছে, মিথ্যা মামলায় জেলে ভরছে। এগুলো স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এই বাংলাদেশ দেখার জন্য দেশের কৃষক-শ্রমিক আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের পরিপন্থি কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল জ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহ সভাপতি জাফর মাহমুদ, যুগ্ম সাধারণ রবিউল ইসলাম, জিলু খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, পেশাজীবী বিষয়ক সম্পাদক রেজওয়ান প্রমুখ।

এ ছাড়া যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের নেতৃত্বে শ্রদ্ধা জানায় যুব অধিকার পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, সহ সভাপতি হোসাইন নুর, ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা হক, রবিউল আলম, আলম খান, সহ-দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, সহপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন রুহি, কার্যকরী সদস্য স্বপন ইসলাম, বনি আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদসহ নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here