বিএনপির একদফার চলমান আন্দোলনে গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেপ্তারকৃত খুলনার কারাবন্দি নেতা ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৫ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পাঠিয়েছেন তিনি।
খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কাজী মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মো. বিল্লাল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মাছুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, রেজা গাজী, রুবায়েত হোসেন রুদ্র, জুম্মান শাহেদ, আলামিন, মেহেদী, আব্দুল হাই রুমি, হাসিবুর রহমান উজ্জ্বল, মো. রবিউল ইসলাম, মো. আলিমুল ওরফে আলিমুল মোড়ল, শেখ খুরশিদ আলম লেলিন, মো. শাহেদ হাসান মোড়ল, মো. জাহেদ মোড়ল, মো. ইসরাফিল শেখ, মো. জাহিদুল ইসলাম, শেখ কামরুল সরদার কারাবন্দি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বিএনপি নেতা বকুলের এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।
রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর সব থানার গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য তা পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে বিএনপির চলমান আন্দোলনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত ৫০০ নেতার প্রিজনারস ক্যান্টিনে (পিসি) বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।