ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে ৪৭ রানের মধ্যে ফিরে গেছেন টপ অর্ডারের ৪ ব্যাটার।
শেরে বাংলায় শুরু থেকে সাবধানী ব্যাটিং উপহার দেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। নতুন বলে প্রথম সেশনের দশ ওভার বিনা উইকেটে কাটিয়ে দেন দুই ওপেনার। তবে পরপর দুই ওভারে জয় ও জাকিরকে ফিরিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ২৯ রানেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার।
ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। আউট হওয়ার আগে মাত্র ৮ রান সংগ্রহ করেন বাঁহাতি এই ওপেনার। পরের ওভারেই টাইগার শিবিরে আঘাত হানেন এজাজ প্যাটেল। কাছে দাঁড়ানো টম লাথামের হাতে ধরা পড়েন মাহমুদুল জয়। ২ চারের সাহায্যে ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ডানহাতি ওপেনার।
দলীয় ৪১ রানে বাংলাদেশের ওপর আবারও আঘাত হানেন প্যাটেল। ৫ রান করা মমিনুলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁহাতি স্পিনার। ৬ রানের ব্যবধানে এবার আউট হন অধিনায়ক শান্ত। ৯ রান করে স্যান্টনারের বলে লেগ বিফোর হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৪৭ রান তুলেছে বাংলাদেশ।