কারাবন্দি ৫ নেতার পরিবারে ঢাকা উত্তর বিএনপির সহায়তা

0
102

সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন কর্মূসচি পালন করতে গিয়ে কারাবন্দি ও নির্যাতিত ৫ জন নেতার পরিবারকে সহয়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে দলটির প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট নেতাদের বাসায় গিয়ে এই সহায়তা পৌঁছে দেন। প্রতিনিধি দলের সদস্যরা কারাবন্দি ও নির্যাতিত নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষে ফল ও আর্থিক সাহায্য তুলে দেন।

ঢাকা মহানগর উত্তরের ১৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কারাবন্দি ওয়াসিম আকরামের স্ত্রীর হাতে এবং ১৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক কারারুদ্ধ রাজু আহমেদের স্ত্রীর হাতে ফলের ঝুড়ি ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম, জেডআরএফ’র মনিটর প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, জেডআরএফ’র কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও কৃষিবিদ ড. শরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

কারা হাজতে থাকা গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী ও ১৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বড় ভাই ও গুলশান থানা যুবদলের নেতা বিপ্লবের মামার হাতে ফলের ঝুড়ি ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জেডআরএফ’র সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম, এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, জেডআরএফ’র মনিটর ডা. মুস্তফা আজিজ সুমন, কোঅর্ডিনেটর প্রকৌশলী শাহিন হাওলাদার, সদস্য কৃষিবিদ ড. মো. আশরাফুল আলম জিমি এবং কৃষিবিদ এইচ এম নাজমুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও গুলশান জোনের সমন্বয়ক শাফিকুল ইসলাম শাহীন, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মানিক ও গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম পলাশ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here