১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ভোটারবিহীন দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশকে বিশ্বের কাছে হেয়, কলঙ্কিত করেছে। কারণ, জনগণের প্রত্যাখ্যান করা এ নির্বাচনে মাত্র চার শতাংশ ভোট পড়েছে। তাই অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করতে হবে। আরেকটি নতুন নির্বাচন দিতে হবে।
সোমবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকায় জাগপার উদ্যোগে কালো পতাকা মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, পাতানো নির্বাচনে ভুয়া এমপি হয়ে শপথ নিয়ে জাতিকে লজ্জা দিবেন না। কারণ, গ্রামের ইউপি সদস্য নির্বাচনেও ৬০ শতাংশ ভোট পড়ে। আর আপনারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন, অথচ ৪ শতাংশ ভোটের এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের টাকা খরচ করবেন। এটা হতে পারে না। সুতরাং পুতুল খেলার নির্বাচনে এমপি হয়ে নাচা-নাচি বন্ধ করুন।
তিনি বেসরকারিভাবে সদ্য ঘোষিত এমপিদের শপথগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করতে হবে। আরেকটি নতুন নির্বাচন দিতে হবে। জনগণ এ পাতানো ‘ডামি’ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কারণ, এ নির্বাচন ছিল জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণার শামিল।
জাগপার এ সহসভাপতি বলেন, এ নির্বাচন বিশ্বের কাছে বাংলাদেশকে হেয়, কলঙ্কিত করেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর বিদেশি রাষ্ট্রগুলো আস্থার সংকটে পড়েছে। এ নির্বাচনের কারণে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এবার আওয়ামী লীগ সরকারকে পুনরায় শপথ নেওয়ার আগেই বিদায় করতে হবে। দেশবাসী প্রস্তুত থাকুন।
এ সময় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুবজাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা নেতা মনোয়ার হোসেন, সাজু মিয়া, দিদার হোসেন, মিজান উদ্দিন, মো. রাজু মিয়া, যুব জাগপার আনোয়ার হোসেন, বিপুল সরকার, আসাদুজ্জামান নূর প্রমুখ।