ইসির সব কর্মকাণ্ডই সরকারের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে : এনডিপি

0
90

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সব কর্মকাণ্ডই আওয়ামী লীগ সরকারের পূর্বপরিকল্পিত এজেন্ডা অনুযায়ী হচ্ছে বলে অভিযোগ করেছেন যুগপৎ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

আবু তাহের বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের গত ২৮ অক্টোবর পরবর্তী সব কর্মকাণ্ডই সরকারের পূর্বপরিকল্পিত এজেন্ডা অনুযায়ী হচ্ছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশ পণ্ড করে পুলিশের ধরপাকড়ের মধ্যে যখন দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে, তখনই নির্বাচন কমিশন ঘোষণা করলেন ‘দেশে এখন নির্বাচনের তপশিল ঘোষণার পরিবেশ আছে’। শুধু নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য কয়েক মাস ধরে বিএনপি নেতাদের বিভিন্ন গায়েবি ও মিথ্যা মামলায় প্রতিনিয়ত সাজা দেওয়া হচ্ছে। তাদের কমপক্ষে দুই বছরের সাজা দেওয়া হচ্ছে, অথচ এই ইস্যুতে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি বলেন, ‘এই সরকার সাংবিধানিকভাবে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক দেশকে ক্রমেই একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাইরে রেখে ফের একতরফা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ এবার আর এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। তাই সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই আপনাদের পতন ঘটবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here