ইসরাইলে হামলা নয়, ইরানকে সতর্কবার্তা বাইডেনের

0
20

ইসরাইল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, (ইসরাইলের ওপর) যে কোনো প্রকার হামলা হলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে শুক্রবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন,  এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরাইলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব। ইরান কখনও (ইসরাইলে হামলায়) সফল হতে পারবে না। ইসরাইলে কোনো হামলা নয়-ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’

উল্লেখ্য, গত ১লা এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে বোমা হামলায় ১৩ জন নিহত হন। হামলাটি যে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল- বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া গেছে।

ইসরাইল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে  ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here