অসহযোগ আন্দোলনের ডাক ১২ দলীয় জোটের

0
109

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর মুক্তির দাবিতে ‘অসহযোগ আন্দোলন’; আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘অবরোধ’ এর ডাক দিয়েছে ১২ দলীয় জোট।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ১২ দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, যে সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করে ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এখন আপনার-আমার ঈমানী দায়িত্ব দেশ বাঁচাতে সেই সরকারকে অসহযোগিতা করা।

সরকারি ও স্বায়ত্তশাসিত সব কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এই সরকারকে পাতানো নির্বাচনে সহযোগিতা থেকে বিরত থাকুন। একই সাথে গত পনেরো বছর ধরে বিএনপি-জামায়াত ও ১২ দলীয় জোটের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান জোট নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here