বাংলা সংগীতের এক নস্টালজিয়ার নাম অঞ্জন দত্ত। তার বেলা বোস, রঞ্জনা কিংবা মালা গান আজও মানুষের পছন্দের তালিকায়। এই গানগুলো শুনে অনেকে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যান। সবশেষ গত বছর ৩০শে সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে বাংলাদেশে গান গাইতে এসেছিলেন তিনি। এবার সুযোগ এসেছে আবারো তার সুরে হারিয়ে যাওয়ার।
ঢাকায় আজ গাইবেন কিংবদন্তী সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সন্ধ্যায় পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানেই মঞ্চ মাতাতে চলেছেন তিনি। কনসার্টে অঞ্জন ছাড়াও গাইবে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি। যৌথভাবে এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ।
সেখানে থাকছে স্পন্সর বুথ, বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টলসহ নানা কর্মসূচি। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে কনসার্টে গান পরিবেশন করেছেন এই সংগীতশিল্পী।